পল্প-: গুন্ডি মেয়ের ভালোবাসা
পল্প-: গুন্ডি মেয়ের ভালোবাসা
লেখক-: পরীর বর
--আর কত ঘুমাবি এবার তো উঠ
উঠে খাওয়া দাওয়া করে রেডি হ তোর খালার বাসায় যেতে হবে (আম্মা)
--ওমম আম্মা ডিস্টার্ব করো না তো আরেক টু ঘুমাতে দাও তো (আমি)
--উঠবি নাকি তোর বাবাকে ডাক দেবো(আম্মা)
--আরে কি যে বলো এই তো আমি উঠে গেছি(আমি)
--হুম এবার লক্ষি ছেলের মত ফ্রেশ হয়ে খেয়ে রেডি হ (আম্মা)
--রেডি হবো মানে? (আমি)
--তোর খালার বাসায় যেতে হবে (আম্মা)
--ও আমাকে আগে বলবে না,,, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি (আমি)
এই বলে আমি ফ্রেশ হতে চলে গেলাম,,,
আসলে খালাম্মাদের গ্রামটা অনেক সুন্দর ওই গ্রামে আমার অনেক ভালো লাগে তাই যাওয়ার জন্য এত তাড়াহুড়ো করছি,,,,
ওফফ রে তাড়াহুড়ো করতে গিয়ে আমার পরিচয়টা দিতেই ভুলে গেছি,, ফ্রেশ হতে হতে পরিচয় পর্বটা শেষ করে ফেলি।
আমি নীল আহমেদ,,,,এবার মেট্রিক দিয়ে ইন্টারে এডমিশন নিছি,, এখনো ক্লাস শুরু হয়নি তাই খালাম্মা ফোন করছে তাদের বাসা থেকে ঘুরে আসতে,,,,,,, খালাদের বড়িটা হলো কিশোরগঞ্জ গ্রামের নাম হাজারি নগর ,,,,,,,,
ফ্রেশ হয়ে গিয়ে আম্মাকে বললাম আম্মা খাবার দাও,,,,,,, খাওয়া দাওয়া শেষ করে,, ,, খালাম্মাদের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হলাম
ওখানে যেতে যেতে দুপুর ১ টা বেজে গেছে,,,, বাড়িতে গিয়ে ১:১০মিনিটে পৌছালাম,,,,,,,,,
আমি যাওয়াতে সবাই অনেক খুশি,,,,,, খালাম্মার এক ছেলে এক মেয়ে,,,,,,, সাবিহা ও নাদিম,,
সাবিহা আমার সমবয়সী আর নাদিম আমার একবছরের ছোট,
যাইহোক বাড়িতে গিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে আসতেই নাদিম এসে বললো,,,
--নীল ভাইয়া আম্মু খেতে ডাকছে (নাদিম)
--তুমি যাও আমি আসছি (আমি)
তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম ,,,,
আসরের নামাজ পরে নাদিমকে নিয়ে ঘুরতে বের হলাম,,,,, এলাকাটা অনেক সুন্দর,,, চারদিকে সবুজ সবুজ গাছ,,,,, মন চায় এই প্রকৃতির মাঝে হারিয়ে যায়,, এসব ভাবছি,,,হঠাৎ
ঠাসসসসসসসসস,,,,,
কিরে আমার গালে ব্যাথা পাই কেন.....
সামনে তাকিয়ে দেখি,,,,
এক ডানাকাটা পরী যেন আমার সামনে দারিয়ে আছে আমি তো দেখেই ক্রাশখেলাম,,,,, তবুও নিজেকে সামলিয়ে নিয়ে বললাম,,,
--এটা কি হলো? (আমি)
--আহা এখন কিছু বুঝেনা যেন দুধের বাচ্চা ওনি (ওই মেয়েটা)
--মানে কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না (আমি)
--এখন তো বুঝবিই না যখন মেয়েদের খারাপ কথা বলিস তখন তো সবই মনে থাকে (ওই মেয়েটা)
--দেখুন আপনার কিছু একটা কোথাও ভুল হচ্ছে (আমি)
আমার কলার টা ধরে বললো
--অই আমাকে বোকা মনে হয়? আমি কিছু বুঝি না? তুই..........
মেয়েটা কথা শেষ না করতেই পিছন থেকে একটা মেয়ে এসে বললো
--আরে পরী করছিস কি ওনি না তো (দ্বিতীয় মেয়েটা)
--মানে? (ওই মেয়েটা)
--মানে ওনি না,,, ওইযে দেখ নীল কালার শার্ট পরে বসে আছে ওই ছেলে টা (দ্বিতীয় মেয়েটা)
-- ওনি ওতো নীল শার্ট পরা তাই আমি মনে করছি ওনিই,,,,,,,,,, i am sorry [আমার দিকে তাকিয়ে]
তারপর ওরা দুজন খুব তারাতারি এখান থোকে চলে গেলো,,, নাদিম এতক্ষণ হা করে সিনেমা দেখছিলো,,,, ,
--নাদিম বাসায় চলো (আমি)
--হুম চলো (নাদিম)
কি গুন্ডি মেয়েরে বাবা এমন গুন্ডি মেয়ে জীবনে দেখিনাই,, ওই মেয়েটা যদি না আসতো তাহলে তো আমার কেল্লা ফতে হতো,,,,
যাইহোক নাদিমকে নিয়ে বাড়িতে চলে আসলাম
রাতে খেয়ে খালাম্মা আর খালুর সাথে একটু কথা বলে ঘুমাতে চলে গেলাম ,,,,,,,,
কিন্তু কিছুতেই ঘুম আসছ না,,, শুধু অই মেয়েটার কথা মনে পরছে,,,,, কি সুন্দর নাক টানা টানা চোখ,,,নামটাও মিল আছে,, পরী,,,,, এককথায় একেবারে ডানাকাটা পরী,,, কিন্তু সুন্দর হলেই কি হবে বদ মেজাজি,, গুন্ডি টাইপের ,,,,,, তবুও মেয়েটাকে দেখা পর থেকে মনের ভিতর কেমন যেন একটা ফিলিংস কাজ করছে,,, বুঝলাম না এমন হচ্ছে কেনো,,,,,,জীবনে তো অনেক মেয়ে দেখেছি কিন্তু এমন ফিলিংস কাজ করেনি কোনদিন মনের মধ্যে,,, ,,,,,,
এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম,, সকালে ঘুম ভাঙলো সাবিহার ডাকে,,,,,,
ওঠে ফ্রেশ হয়ে হাল্কা কিছু নাস্তা খেয়ে নিলাম,,,,,,
তারপর একা একাই হাটতে বের হলাম,,,
সকাল বেলার দৃশ্যটা অনেক সুন্দর লাগছিলো তাই মোবাইলটা বের করলাম কিছু সেলফি তুলার জন্য,,,, কয়েকটা তুললাম,,, ,, হঠাৎ পিছন থেকে
কেও বলে উঠলো
-- মেয়ে দেখলেই লুকিয়ে তাদের সাথে সেলফি তুলতে মন চায় তাই না,,,,,,, সাহস থাকলে লুকিয়ে না তুলে সরাসরি এসে বলুন (এক শ্বাসে বলে ফেললো কথাগুলো)
পিছনে তাকিয়ে দেখি কালকের অই মেয়েটা
--আমার বয়েই গেছে আপনার মত গুন্ডির সাথে সেলফি তুলতে (আমি)
--কিহহ আমি গুন্ডি?
--তা নয় তো কি,,,কালকে আমাকে যেভাবে দরছিলেন আমিতো মনে করছিলাম ফেরেই ফেলবেন (আমি)
--আসলে আমি কালকের জন্য সত্যিই খুব দুঃখীত,,,,,,,একটা ছেলে আমার চাচাতো বোনকে খারাপ খারাপ কথা বলেছিলো,,,,, ও বলছিলো ছেলেটির পরনে নীরল রঙের শার্ট,,,,,,,,আর তখন আপনিও নীল রঙের শার্ট পরছিলেন তাই মিস্টেক হয়ছে,,,,, তার জন্য আমি অত্যন্ত দুঃখী,,, (অই মেয়েটা, মানে পরী)
--it's ok যা হবার হয়ে গেছে এটা নিয়ে ভালে তো আর এটা ফিরে আসবে না সো এটা এরিয়ে যাওয়াটাই ভালো হবে (আমি)
--ওকে (পরী)
--আচ্ছা আপনার বাড়িটা কোথায় জানতে পারি (আমি)
--আমাদের বাড়ি ওই একটু সামনেই কিন্তু আমরা ঢাকায় থাকি (পরী)
--ও ও (আমি)
--হুম,,, আচ্ছা এখন যায় ( পরী)
--ওকে (আমি)
আমিও বাড়িতে চলে আসলাম,,,,, কিন্তু কিছুতেই আমার মন বসছে না,,, শুধু পরীর কথা মনে হচ্ছে
নাস্তা করে এক ঘুম দিলাম উঠে গোসল করে নামাজ পরে খাওয়া দাওয়া করলাম,,,, খাওয়া দাওয়া করে,, একটু শুয়ে থাকলাম কিন্তু মনটা মানছিলো না,,,, শুধু পরীকে দেখতে মন চাইছিলো,,,,,,,
তাই শুয়া থেকে উঠে হাটতে বের হলাম অনেক্ষন হাটাহাটি করার পরেও পরীর দেখা মিললো না,,,,, মন খারাপ করে চলে আসলাম,,,,,,এসে কিছুক্ষণ শুয়ে থেকে,,,, আসরের নামাজ পরে আবার নাদিমকে নিয়ে বের হলাম,,,,, ঘুরাঘুরি করছি কিন্তু পরীকে কোথাও দেখছিনা,,,,,,, অনেক্ষন পরেও যখন পরীকে দেখতে পাচ্ছিলাম না তাই মন খারাপ করে চলে চলে আসতেছি
এমন সময় পিছন থেকে কেও বলে উঠলো
--এই যে মিস্টার কাওকে খুজছেন নাকি
পিছনে তাকিয়ে দেখি পরী
--না ইয়ে মানে না কাকে খুজবো? না কাওকে খুজছিনা (আমি)
--তাহলে এদিক ওদিক বারবার এভাবে তাকাচ্ছিলেন কেনো,? (পরী)
--কই না তো (আমি)
--এই যে মিস্টার আমাকে কি কানা মনে হয় নাকি? (পরী)
-- নাহ আপনাকে কানা মনে হবে কেনো, আপনার তো অনেক সুন্দর টানা টানা একজোরা চোখ আছে (আমি)
--হয়ছে আর পাম দিতে হবেনা (পরী)
--আরে না পাম না সত্যিই আপনার চোখ গুলো অনেক মায়াবি (আমি)
তারপর পরী আর কিছু বললো না ও মুচকি মুচকি হাসছে,,,,,,
মুচকি হাসলে তাকে অনেক কিউট লাগে,,,, ওর দিকে একদৃষ্টে তাকিয়ে ওর হাসিটা দেখছি,,,,
হঠাৎ করে......
--অই কি দেখছেন এভাবে (পরী)
--না ইয়ে মানে না মানে (আমি)
--না ইয়ে মানে কি হুম? (পরী)
--না কিছুনা (আমি)
-- আচ্ছা আপনার নামটা যেন কি?(পরী)
--জ্বি আমার নাম নীল আহমেদ (আমি)
--সুন্দর নাম ( পরী)
--থ্যাংকস (আমি)
--ওয়েলকাম,,,, আচ্ছা আপনি কোন ক্লাসে পড়েন? (পরী)
--কলেজে (আমি)
--কোন ইয়ারে (পরী)
--ইন্টার ফাস্ট ইয়ারে,,,,আপনি? (আমি)
-- আমি ক্লাস টেন এ (পরী)
--ওও ভালো (আমি)
--হুম
কথা বলতে বলতে নামাজের সময় হয়ে গেছে আযান দিচ্ছে,,,, পরীকে বিদায় জানিয়ে আমরা মসজিদে চলে গেলাম,,,,, নামাজ পরে বাড়িতে (খালাম্মাদের বাড়ি) চলে গেলাম,,,,,,,,,,
রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে গেলাম কিন্তু চোখের সামনে শুধু পরীর মুখটা ভেসে আসছে,,,, কি মায়াবি চেহারা,, টানা টানা চোখ,,,টোল পরা গাল,,, কি অপরুপ,,,,, মানুষ এতটা সুন্দর হতে পারে পরীকে না দেখলে হয়তো জানতাম না,,,,,,,
সত্যিই বুঝতে পারছিনা মেয়েটাকে এতো ভালোলাগে কেনো,,,,,,,,,,
আমি কি তার প্রেমে পরে গেছি?
না না আমার মাথায় কিছু ডুকছে না,,,,,,,,
ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে,,,,,, এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না,,,,
সকালে খালাম্মা এসে ডাক দিলো,,,,, উঠে ফ্রেশ হয়ে ওজু করে নামাজ পড়লাম,,,,,, নামাজ পড়ে কিছুক্ষণ শুয়ে থেকে হাল্কা কিছু খেয়ে হাটতে বের হলাম,,,,,,
কিন্তু পরীকে তো কোথাও দেখছি না,,,,, ওদের বাড়িটাও চিনি না যে বাড়ির কাছে গিয়ে দেখবো সে কোথায় আছে,,,,,,,
ধ্যাত ভাললাগেনা,,,,,,,,,
মন খারাপ করে চলে আসলাম,,,
নাস্তা খেয়ে ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু বৃথা গেলো ঘুম আসছে না তাই আবার হাটতে বের হলাম,,,,,,, এসে দেখি যেখানে আমাদের প্রতিদিন কথা হয়ে ওখানে পরী আর ওর চাচাতো বোন দুজন বসে আছে,,,,
আমি কাছে গিয়ে বললাম,,
--কি ব্যাপার কারো জন্য অপেক্ষা করছেন নাকি? ( আমি)
--হুম (পরী)
--তো কে সে মহান ব্যাক্তি জানতে পারি? (আমি)
-- আপনি যেনে কি করবেন? (পরী)
--না কিছু না এমনি ( আমি)
তারপর অনেক্ষন গল্প করলাম কিন্তু কেও আসলোনা,,,
আমি বললাম
--কি ব্যাপার কেও তো এলোনা (আমি)
-- কে আসবে? (পরী)
--আপনিই না বললেন কারো জন্য অপেক্ষা করছেন (আমি)
--সে তো আরো অনেক আগেই চলে এসেছে (পরী)
--কিন্তু কে সে? এখানে তো আর কাওকে দেখতে পাচ্ছি না (আমি)
--যার সাথে এতক্ষণ গল্প করলাম তার জন্যই অপেক্ষা করছিলাম (পরী)
--মানে (আমি)
-- মানে বুঝে নাও,,, ওফফ SORRY তুমি করে বলে ফেললাম (পরী)
--it's ok,,, তুমি করে বলতে পারো no problem (আমি)
--thanks (পরী)
--ওয়েল্কাম (আমি)
--আচ্ছা বাই হুম,,, বিকালে ৩টার দিকে এসো এখানে কথা হবে ওকে(পরী)
--ওকে (আমি)
বাড়িতে (খালাম্মার বাড়ি) চলে আসলাম,,,
এসে গোসল করে নামাজ পরে খেয়ে অপেক্ষা করতে লাগলাম কখন তিনটা বাজবে কিন্তু কখন যে ঘুমিয়ে গেলাম টেরই পেলাম না,,, ঘুম ভাঙলো মোবাইল হাতে নিয়ে দেখি ৩:৫৫ বাজে,,,,,, হায় আল্লাহ একঘণ্টা দেরি হয়ে গেছে,, ,, এক দৌড়ে চলে গেলাম ওখানে গিয়ে দেখি পরী একা একা বসে আছে,,,,,, আমি দৌড়ে গিয়ে ওর সামনে হাপাতে হাপাতে বললাম
--SORRY ঘুমিয়ে পড়ছিলাম তাই লেট হয়ে গেছে (আমি)
ও রাগি লুক নিয়ে আমার তাকালো কিছুক্ষণ তাকিয়ে থেকে উঠে এসে,, কলার ধরে বললো,,
--মিথ্যা কথা , সত্যি করে বল এতক্ষণ কোন মেয়ের সাথে ছিলি (পরী)
--আরে বাবা সত্যি বলছি ঘুমিয়ে পরছিলাম,,বিশ্বাস করো (আমি)
--ওকে বিশ্বাস করলাম (পরী)
--কি গুন্ডি মেয়েরে বাবা(মিন মিন করে বললাম)
--অই কি বললা (পরী)
--না বলছি তুমি অনেক ভালো (আমি)
--ওকে (পরী)
তারপর কিছুক্ষণ নিরবতা,,,,, ,
নিরবতা ভেঙে পরী বলে উঠলো,,
--আচ্ছা নীল একটা কথা জিজ্ঞাস করি (পরী)
--হুম অবশ্যই (আমি)
--তুমার কি গার্লফ্রেন্ড আছে? ( পরী)
ওর মুখে এমন প্রশ্ন শুনে আমি একটু বেশিই অবাক হলাম,,, নিজেকে সামলে নিয়ে বললাম,,,,
--হঠাৎ এ প্রশ্ন করার কারনটা জানতে পারি?( আমি)
--কোন কারন নাই এমনি জানতে চাইলাম,,,,, ( পরী)
-- আমার যদি গার্লফ্রেন্ড থাকতো তাহলে কি এখানে বসে তুমার সাথে কথা বলার সময় পেতাম (আমি)
--তার মানে তুমার গার্লফ্রেন্ড নাই (পরী)
--নাহ,,,,,,,তুমার বয়ফ্রেন্ড আছে? (আমি)
-- হুম (পরী)
--ওহ (আমি)
মনটা খারাপ হয়ে গেলে কিন্তু করার তো কিছু নাই যা ভাগ্যে আছে তাই হবে,,,,,,, ও হয়তো আমার কপালে নেই,,,,,,,,,
কিছুক্ষণ নিরবতা,,,,
তারপর আমি বললাম
--আচ্ছা আমি যাই পরে কথা হবে (আমি)
--মাত্র তো আসলা এখনি চলে যাবা? (পরী)
--হুম ভালো লাগছেনা (আমি)
--কেনো কি হয়েছে তোমার (পরী)
--না কিছু হয়নি,, এমনি ভালো লাগছে না,, আমি গেলাম পরে কথা বলবো (আমি)
--ওকে যাও,, বাই (পরী)
--হুম বাই (আমি)
চলে আসলাম মনটা অনেক খারাপ লাগছে এখানে থাকলে আরো বেশি খারাপ লাগবে তাই সিদ্ধান্ত নিলাম কালকেই বাড়িতে চলে যাবো,,,,,,,,,, পরেরদিন সকালে নাস্তা করে খালাম্মার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম,,,,, ,,,
বাড়িতে এসেও শুধু পরীর কথা মনে পরছে,,, কিছুতেই ভুলতে পারছি না,,,,,,,,,, কিন্তু ওর তো বয়ফ্রেন্ড আছে,,,,,, না না তাকে নিয়ে আর ভাববোনা,,,,,,,,
সারাদিন কিচ্ছু খায়নি রাতে আম্মা ডেকেছিলো খেয়ে আসতে,,, কিন্তু খেতে মন চাচ্ছে না,,,,,,,,, ঘুম ও আসছে না, রাত ৯:৪৭ বাজে,,,,,,,,,, হঠাৎ
ক্রিং....ক্রিং....কন্রিং....ক্রিং
ফোন হাতে নিয়ে দেখি অপরিচিত,,,,, রিসিভ করলাম না,,, আবারো কল আসলো এবার একটু বিরক্তি নিয়ে কলটা রিসিভ করলাম,,,,,,
--হ্যালো কে?(আমি)
--অই তুই আমাকে না বলে চলে গেলি কে (উপাশ থেকে মেয়েলী কন্ঠ)
--কে আপনি,,আর আমাকে এভাবে তুই তুকারি করছেন কেনো? (আমি)
--আমি তোর বউ (উপাশ থেকে)
--সরি রং নাম্বার,,,রাখছি বাই (আমি)
--এখনো তো রাখবিই নতুন কাওকে পেয়ে গেছিস তাইনা?
একবার বলে যাওয়ারো প্রয়োজন মনে করলিনা (উপাশ থেকে প্রায় কাদো কাদো কন্ঠে)
আমার আর বুঝতে বাকি রইলো না যে কে ওনি
--পরী তুমি? (আমি)
--হুম (পরী)
-- আমার নাম্বার কোথায় পেলে (আমি)
--নাদিমের কাছ থেকে (পরী)
--ও,,,, তো ফোন দিছো কেন? (আমি
--তুই আমাকে না বলে চলে গেছিস কেনো? (পরী)
--ভালো লাগছিলো না তাই চলে আসছি, (পরী)
--ভালো লাগছিলো না নাকি অন্য কিছু (পরী)
--অন্য কিছু মানে? (আমি)
--না কিছুনা ,,,,,, আচ্ছা একটা কথা বলি? (পরী)
--হুম বলো (আমি)
--আমাকে ভালোবাসো? (পরী)
--কেনো হঠাৎ এ কথা জানার কারন টা কি? (আমি)
--যা বলছি তার উত্তর দাও (পরী)
--ভালোবাসলেই কি সবাইকে আপন করা যায় (আমি)
কিছুক্ষণ নিরবতা,,,,,,
--কালকে আমার সাথে দেখা করবা,,, পরেরদিন আমি ঢাকায় চলে যাবো (পরী)
--কালকে কিভাবে দেখা করবো,, আমি তো বাড়ি চলে আসছি (আমি)
--দেখা করবি কি না বল (পরী)
--সম্ভব না (পরী)
--মনে কর আমাকে চিরদিনের মত হারালি,, বাই ভালো থাকিস (পরী)
হারিয়ে ফেলার কথা শুনে বুকের ভিতরে একটা মুচর দিয়ে উঠলো,,, আমি বললাম
--ওকে আমি আসবো কালকে (আমি)
--সত্যি (পরী)
--হুম সত্যি কিন্তু বেশি দেরি করতে পারবো না (আমি)
--thanks 😘😘😘😘😘(পরী)
--এগুলা কি? (আমি)
--কিছুনা (পরী)
আরো কিছু কথা বলে রেখে দিলাম ও বলেছে সকাল দশটার সময় একটা জায়গার নাম বলছে ওখানে উপস্থিত থাকতে,,,,, আমি পরীর সাথে কর কেটে দিয়ে আমার এক ফ্রেন্ড কে ফোন দিলাম,,,,
--দোস্ত তুই কই (আমি)
--বাড়িতে কেনো?
--কালকে তোর বাইকটা দিতে পারবি (আমি)
--ওকে নিস,, কিন্তু হঠাৎ বাইক নিয়ে কই যাবি?
--আরো এমনি একটু ঘুরাঘুরি করবো(আমি)
--ওকে পেট্রোল নিয়ে আসিস পেট্রোল নাই
--ওকে বাই (আমি)
আমার যে কি খুশি লাগছে তা বলে বুঝাতে পারবো না
যাইহোক তারাতারি করে ঘুমিয়ে পরলাম,,,,,,, সকালে উঠে নামাজ পরে,,,, নাস্তা করে বন্ধুর বাসায় গিয়ে বাইক নিয়ে সোজা চলে গেলাম হাজারি নগর,,,,
খালাম্মার বাড়ির সামনে দিয়ে যেতে হবে তাই আগে থেকেই হেলমেট পরে নিয়েছি,,,,,,,,, পরী যেখানে থাকতে বলছিলো ওখানে এসে দাড়িয়ে আছি দশটা বাজতে এখনো ৩ মিনিট বাকি,,,,,
কিছুক্ষণ বসে থাকার পর দেখলাম পরী আসতেছে হাতে একটা গোলাপ ফুল নিয়ে,,,,,,,,,
এসেই ফুলটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বললো,,,
--আমাকে প্রপোজ করো? (পরী)
--মানে কি এসবের (আমি)
সাথে সাথে আমার কলারটা টেনে ধরে বললো
--বাংলা ভাষা বুঝিস না? আমাকে প্রপোজ করতে বলছি,,, প্রপোজ কর (পরী)
--কিন্তু তুমার বয়ফ্রেন্ডের কি হবে? (আমি)
--তুমি কি একবারো জানতে চেয়েছো যে আমার বয়ফ্রেন্ড কে? (পরী)
--না তো,,,,,,, এখন বলো কে তুমার বয়ফ্রেন্ড? (আমি)
--আমার বয়ফ্রেন্ড তো তুমিই,,,,, তুমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই তুমাকে আমার অনেক ভালো লাগে,,,, সেদিন যদি অন্য কোন ছেলে কে এভাবে চড় মারতাম তাহলে খুব খারাপ ভাবে রিয়েক্ট করতো কিন্তু তুমি কিচ্ছু বলোনি উল্টা আমার ঝাড়ি খেয়েছো,,, সেখান থেকেই তুমাকে অনেক ভালোলাগে,,,,, আর এ ভালোলাগা কখন যে ভালোবাসায় পরিণত হয়ে গেলো আমি নিজেও জনিনা (পরী)
--ও তাহলে মনে মনে এত কিছু (আমি)
--হুম (পরী)
--আমাকে আগে বলোনি কেনো? (আমি)
--আমি চাইছিলাম যে তুমি আমাকে প্রপোজ করো কিন্তু তুমি তো একেবারে না বলেই চলে গেলে (পরী)
--কি করবো তুমার বয়ফ্রেন্ড আছে শুনে খুব কষ্ট হচ্ছিলো তাই চলে গেছিলাম (আমি)
--আচ্ছা এখন আমাকে প্রপোজ করো (পরী)
আমি ফুলটা হাতে নিয়ে ওর সামনে হাটু গেরে প্রপোজ করলাম,,, ও আমাকে হাত ধরে তুলে জরিয়ে ধরে বললো
--কখনো ছেরে যাবে না তো? (পরী)
--না কক্ষনো যাবো না (আমি)
~i love you nil
~i love you to pori
--পরী
--ওমম
--এবার ছারো (আমি)
--না ছারবো না (পরী)
--তো কি করবা (আমি)
--সারাজীবন এভাবে জরিয়ে রাখবো (পরি)
--এত ভালোবাসা থাকবে তো সারাজীবন? ( আমি)
--হুম থাকবে (পরী)
--যদি কেও কেড়ে নিতে আসে (আমি)
--কে কেড়ে নিতে আসবে?খুন করে ফেলবো,,,, পরীর কাছ থেকে নীলকে কেও আলাদা করতে পারবে না আল্লাহ ছারা (পরী)
--দেখা যাক এ ভালোবাসা কতদিন থাকে (আমি)
--সারাজীবন থাকবে (পরী)
তারপর পরী আমাকে আরো শক্ত করে জরিয়ে ধরলো,,,,,,,,,,,,,,,,,,
আমরা দুজন হারিয়ে গেলাম ভালোবাসার রাজ্যে, যেখানে কোন দুঃখ নাই শুধু সুখ আর সুখ,,,,,,,,,
অই আপনারা আবার নজর দিয়েন না,,,, গল্প তো শেষ এবার যার যার কাজে যান😊😊😊😊
সমাপ্ত
নতুন গল্প লিখি কেমন হয়েছে জানাবেন আপনাদের উৎসাহ পেলে সামনে আরো ভালো গল্প উপহার দিবো
আর টাইপিং এ কোন ভুল হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন
--কি ব্যাপার কেও তো এলোনা (আমি)
-- কে আসবে? (পরী)
--আপনিই না বললেন কারো জন্য অপেক্ষা করছেন (আমি)
--সে তো আরো অনেক আগেই চলে এসেছে (পরী)
--কিন্তু কে সে? এখানে তো আর কাওকে দেখতে পাচ্ছি না (আমি)
--যার সাথে এতক্ষণ গল্প করলাম তার জন্যই অপেক্ষা করছিলাম (পরী)
--মানে (আমি)
-- মানে বুঝে নাও,,, ওফফ SORRY তুমি করে বলে ফেললাম (পরী)
--it's ok,,, তুমি করে বলতে পারো no problem (আমি)
--thanks (পরী)
--ওয়েল্কাম (আমি)
--আচ্ছা বাই হুম,,, বিকালে ৩টার দিকে এসো এখানে কথা হবে ওকে(পরী)
--ওকে (আমি)
বাড়িতে (খালাম্মার বাড়ি) চলে আসলাম,,,
এসে গোসল করে নামাজ পরে খেয়ে অপেক্ষা করতে লাগলাম কখন তিনটা বাজবে কিন্তু কখন যে ঘুমিয়ে গেলাম টেরই পেলাম না,,, ঘুম ভাঙলো মোবাইল হাতে নিয়ে দেখি ৩:৫৫ বাজে,,,,,, হায় আল্লাহ একঘণ্টা দেরি হয়ে গেছে,, ,, এক দৌড়ে চলে গেলাম ওখানে গিয়ে দেখি পরী একা একা বসে আছে,,,,,, আমি দৌড়ে গিয়ে ওর সামনে হাপাতে হাপাতে বললাম
--SORRY ঘুমিয়ে পড়ছিলাম তাই লেট হয়ে গেছে (আমি)
ও রাগি লুক নিয়ে আমার তাকালো কিছুক্ষণ তাকিয়ে থেকে উঠে এসে,, কলার ধরে বললো,,
--মিথ্যা কথা , সত্যি করে বল এতক্ষণ কোন মেয়ের সাথে ছিলি (পরী)
--আরে বাবা সত্যি বলছি ঘুমিয়ে পরছিলাম,,বিশ্বাস করো (আমি)
--ওকে বিশ্বাস করলাম (পরী)
--কি গুন্ডি মেয়েরে বাবা(মিন মিন করে বললাম)
--অই কি বললা (পরী)
--না বলছি তুমি অনেক ভালো (আমি)
--ওকে (পরী)
তারপর কিছুক্ষণ নিরবতা,,,,, ,
নিরবতা ভেঙে পরী বলে উঠলো,,
--আচ্ছা নীল একটা কথা জিজ্ঞাস করি (পরী)
--হুম অবশ্যই (আমি)
--তুমার কি গার্লফ্রেন্ড আছে? ( পরী)
ওর মুখে এমন প্রশ্ন শুনে আমি একটু বেশিই অবাক হলাম,,, নিজেকে সামলে নিয়ে বললাম,,,,
--হঠাৎ এ প্রশ্ন করার কারনটা জানতে পারি?( আমি)
--কোন কারন নাই এমনি জানতে চাইলাম,,,,, ( পরী)
-- আমার যদি গার্লফ্রেন্ড থাকতো তাহলে কি এখানে বসে তুমার সাথে কথা বলার সময় পেতাম (আমি)
--তার মানে তুমার গার্লফ্রেন্ড নাই (পরী)
--নাহ,,,,,,,তুমার বয়ফ্রেন্ড আছে? (আমি)
-- হুম (পরী)
--ওহ (আমি)
মনটা খারাপ হয়ে গেলে কিন্তু করার তো কিছু নাই যা ভাগ্যে আছে তাই হবে,,,,,,, ও হয়তো আমার কপালে নেই,,,,,,,,,
কিছুক্ষণ নিরবতা,,,,
তারপর আমি বললাম
--আচ্ছা আমি যাই পরে কথা হবে (আমি)
--মাত্র তো আসলা এখনি চলে যাবা? (পরী)
--হুম ভালো লাগছেনা (আমি)
--কেনো কি হয়েছে তোমার (পরী)
--না কিছু হয়নি,, এমনি ভালো লাগছে না,, আমি গেলাম পরে কথা বলবো (আমি)
--ওকে যাও,, বাই (পরী)
--হুম বাই (আমি)
চলে আসলাম মনটা অনেক খারাপ লাগছে এখানে থাকলে আরো বেশি খারাপ লাগবে তাই সিদ্ধান্ত নিলাম কালকেই বাড়িতে চলে যাবো,,,,,,,,,, পরেরদিন সকালে নাস্তা করে খালাম্মার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম,,,,, ,,,
বাড়িতে এসেও শুধু পরীর কথা মনে পরছে,,, কিছুতেই ভুলতে পারছি না,,,,,,,,,, কিন্তু ওর তো বয়ফ্রেন্ড আছে,,,,,, না না তাকে নিয়ে আর ভাববোনা,,,,,,,,
সারাদিন কিচ্ছু খায়নি রাতে আম্মা ডেকেছিলো খেয়ে আসতে,,, কিন্তু খেতে মন চাচ্ছে না,,,,,,,,, ঘুম ও আসছে না, রাত ৯:৪৭ বাজে,,,,,,,,,, হঠাৎ
ক্রিং....ক্রিং....কন্রিং....ক্রিং
ফোন হাতে নিয়ে দেখি অপরিচিত,,,,, রিসিভ করলাম না,,, আবারো কল আসলো এবার একটু বিরক্তি নিয়ে কলটা রিসিভ করলাম,,,,,,
--হ্যালো কে?(আমি)
--অই তুই আমাকে না বলে চলে গেলি কে (উপাশ থেকে মেয়েলী কন্ঠ)
--কে আপনি,,আর আমাকে এভাবে তুই তুকারি করছেন কেনো? (আমি)
--আমি তোর বউ (উপাশ থেকে)
--সরি রং নাম্বার,,,রাখছি বাই (আমি)
--এখনো তো রাখবিই নতুন কাওকে পেয়ে গেছিস তাইনা?
একবার বলে যাওয়ারো প্রয়োজন মনে করলিনা (উপাশ থেকে প্রায় কাদো কাদো কন্ঠে)
আমার আর বুঝতে বাকি রইলো না যে কে ওনি
--পরী তুমি? (আমি)
--হুম (পরী)
-- আমার নাম্বার কোথায় পেলে (আমি)
--নাদিমের কাছ থেকে (পরী)
--ও,,,, তো ফোন দিছো কেন? (আমি
--তুই আমাকে না বলে চলে গেছিস কেনো? (পরী)
--ভালো লাগছিলো না তাই চলে আসছি, (পরী)
--ভালো লাগছিলো না নাকি অন্য কিছু (পরী)
--অন্য কিছু মানে? (আমি)
--না কিছুনা ,,,,,, আচ্ছা একটা কথা বলি? (পরী)
--হুম বলো (আমি)
--আমাকে ভালোবাসো? (পরী)
--কেনো হঠাৎ এ কথা জানার কারন টা কি? (আমি)
--যা বলছি তার উত্তর দাও (পরী)
--ভালোবাসলেই কি সবাইকে আপন করা যায় (আমি)
কিছুক্ষণ নিরবতা,,,,,,
--কালকে আমার সাথে দেখা করবা,,, পরেরদিন আমি ঢাকায় চলে যাবো (পরী)
--কালকে কিভাবে দেখা করবো,, আমি তো বাড়ি চলে আসছি (আমি)
--দেখা করবি কি না বল (পরী)
--সম্ভব না (পরী)
--মনে কর আমাকে চিরদিনের মত হারালি,, বাই ভালো থাকিস (পরী)
হারিয়ে ফেলার কথা শুনে বুকের ভিতরে একটা মুচর দিয়ে উঠলো,,, আমি বললাম
--ওকে আমি আসবো কালকে (আমি)
--সত্যি (পরী)
--হুম সত্যি কিন্তু বেশি দেরি করতে পারবো না (আমি)
--thanks 😘😘😘😘😘(পরী)
--এগুলা কি? (আমি)
--কিছুনা (পরী)
আরো কিছু কথা বলে রেখে দিলাম ও বলেছে সকাল দশটার সময় একটা জায়গার নাম বলছে ওখানে উপস্থিত থাকতে,,,,, আমি পরীর সাথে কর কেটে দিয়ে আমার এক ফ্রেন্ড কে ফোন দিলাম,,,,
--দোস্ত তুই কই (আমি)
--বাড়িতে কেনো?
--কালকে তোর বাইকটা দিতে পারবি (আমি)
--ওকে নিস,, কিন্তু হঠাৎ বাইক নিয়ে কই যাবি?
--আরো এমনি একটু ঘুরাঘুরি করবো(আমি)
--ওকে পেট্রোল নিয়ে আসিস পেট্রোল নাই
--ওকে বাই (আমি)
আমার যে কি খুশি লাগছে তা বলে বুঝাতে পারবো না
যাইহোক তারাতারি করে ঘুমিয়ে পরলাম,,,,,,, সকালে উঠে নামাজ পরে,,,, নাস্তা করে বন্ধুর বাসায় গিয়ে বাইক নিয়ে সোজা চলে গেলাম হাজারি নগর,,,,
খালাম্মার বাড়ির সামনে দিয়ে যেতে হবে তাই আগে থেকেই হেলমেট পরে নিয়েছি,,,,,,,,, পরী যেখানে থাকতে বলছিলো ওখানে এসে দাড়িয়ে আছি দশটা বাজতে এখনো ৩ মিনিট বাকি,,,,,
কিছুক্ষণ বসে থাকার পর দেখলাম পরী আসতেছে হাতে একটা গোলাপ ফুল নিয়ে,,,,,,,,,
এসেই ফুলটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বললো,,,
--আমাকে প্রপোজ করো? (পরী)
--মানে কি এসবের (আমি)
সাথে সাথে আমার কলারটা টেনে ধরে বললো
--বাংলা ভাষা বুঝিস না? আমাকে প্রপোজ করতে বলছি,,, প্রপোজ কর (পরী)
--কিন্তু তুমার বয়ফ্রেন্ডের কি হবে? (আমি)
--তুমি কি একবারো জানতে চেয়েছো যে আমার বয়ফ্রেন্ড কে? (পরী)
--না তো,,,,,,, এখন বলো কে তুমার বয়ফ্রেন্ড? (আমি)
--আমার বয়ফ্রেন্ড তো তুমিই,,,,, তুমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই তুমাকে আমার অনেক ভালো লাগে,,,, সেদিন যদি অন্য কোন ছেলে কে এভাবে চড় মারতাম তাহলে খুব খারাপ ভাবে রিয়েক্ট করতো কিন্তু তুমি কিচ্ছু বলোনি উল্টা আমার ঝাড়ি খেয়েছো,,, সেখান থেকেই তুমাকে অনেক ভালোলাগে,,,,, আর এ ভালোলাগা কখন যে ভালোবাসায় পরিণত হয়ে গেলো আমি নিজেও জনিনা (পরী)
--ও তাহলে মনে মনে এত কিছু (আমি)
--হুম (পরী)
--আমাকে আগে বলোনি কেনো? (আমি)
--আমি চাইছিলাম যে তুমি আমাকে প্রপোজ করো কিন্তু তুমি তো একেবারে না বলেই চলে গেলে (পরী)
--কি করবো তুমার বয়ফ্রেন্ড আছে শুনে খুব কষ্ট হচ্ছিলো তাই চলে গেছিলাম (আমি)
--আচ্ছা এখন আমাকে প্রপোজ করো (পরী)
আমি ফুলটা হাতে নিয়ে ওর সামনে হাটু গেরে প্রপোজ করলাম,,, ও আমাকে হাত ধরে তুলে জরিয়ে ধরে বললো
--কখনো ছেরে যাবে না তো? (পরী)
--না কক্ষনো যাবো না (আমি)
~i love you nil
~i love you to pori
--পরী
--ওমম
--এবার ছারো (আমি)
--না ছারবো না (পরী)
--তো কি করবা (আমি)
--সারাজীবন এভাবে জরিয়ে রাখবো (পরি)
--এত ভালোবাসা থাকবে তো সারাজীবন? ( আমি)
--হুম থাকবে (পরী)
--যদি কেও কেড়ে নিতে আসে (আমি)
--কে কেড়ে নিতে আসবে?খুন করে ফেলবো,,,, পরীর কাছ থেকে নীলকে কেও আলাদা করতে পারবে না আল্লাহ ছারা (পরী)
--দেখা যাক এ ভালোবাসা কতদিন থাকে (আমি)
--সারাজীবন থাকবে (পরী)
তারপর পরী আমাকে আরো শক্ত করে জরিয়ে ধরলো,,,,,,,,,,,,,,,,,,
আমরা দুজন হারিয়ে গেলাম ভালোবাসার রাজ্যে, যেখানে কোন দুঃখ নাই শুধু সুখ আর সুখ,,,,,,,,,
অই আপনারা আবার নজর দিয়েন না,,,, গল্প তো শেষ এবার যার যার কাজে যান😊😊😊😊
সমাপ্ত
নতুন গল্প লিখি কেমন হয়েছে জানাবেন আপনাদের উৎসাহ পেলে সামনে আরো ভালো গল্প উপহার দিবো
আর টাইপিং এ কোন ভুল হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন
Comments
Post a Comment